ডেপুটি অ্যাটর্নি রুপার ব্যাংক হিসাব জানতে ৫৬ ব্যাংকে চিঠি
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার যাবতীয় ব্যাংক হিসাব জানতে চেয়ে দেশের সরকারি-বেসরকারি ৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিগুলো ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জানুয়ারি তলব করেছে দুদক। সেদিন অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথিপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে যুবলীগনেতা ও ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। যেখানে গত ৪ নভেম্বর হাজির হতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়ায় হাজির হননি রুপা।
তলবের চিঠিতে বলা হয়েছিল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।