মনোহরদীতে পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা
নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডা. এম এ রউফ সরদার। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া, একদুয়ারিয়া ও নোয়াদিয়ার বিভিন্ন পূজামণ্ডপে এসব অনুদান দেন।
এ সময় আর্থিক অনুদান প্রদান শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।