মৌলভীবাজারে ট্রাক-রিকশার সংঘর্ষ, তিনজন নিহত
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ইলেকট্রিক রিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে শাহ মোস্তফা সড়কের টাউন কামিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলো মৌলভীবাজার শহরের ক্লাব রোডের গৌতম রায় ও তাঁর ভাগ্নে শিশু সৌরভ রায়।
নিহত রিকশাচালকের নাম-ঠিকানা জানা যায়নি। আহত অপর যাত্রী হলেন সৌরভের মা সপু সাহা। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শিশু সৌরভকে নিয়ে মৌলভীবাজারে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে টাউন কামিল মাদ্রাসার সামনে রিকশা-ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশুসহ তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গৌতম রায় মারা যান। আর হাসপাতালে ভর্তির পর শিশু সৌরভ মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তাঁর ট্রাকটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।