এই মুহূর্তে ইসির পদত্যাগ করা উচিত : মির্জা ফখরুল
এই মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ করা উচিত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই পদত্যাগে দেরি হওয়াটা প্রমাণ করে তাদের আত্মসম্মানবোধ বলে কিছু নাই। যে দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা মনে করেন নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও ব্যর্থ হয়ে গেছে। তাহলে তো তাদের থাকা উচিত না।’
প্রথম দফার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীর নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও ভোট কারচুপির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ দুপুরের দিকে জানতে পেরেছি যে কয়েকটি নির্বাচনি কেন্দ্র দখল হয়ে গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহরসহ বিভিন্ন স্থানে এ রকম ঘটনা ঘটেছে।’
ইভিএম মেশিনে ভোটগ্রহণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সব সময় যেটা বলেছি সেটা হচ্ছে, ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী কোনো ব্যবস্থা নয়। ইভিএমকে একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া, আমরা বলেছিলাম ইভিএমে ভোটের পেছনেও একটা উদ্দেশ্য কাজ করছে। সেটার উদ্দেশ্য হচ্ছে পুরোপুরি আওয়ামী লীগকে সমর্থন করা। কারণ যেসব দেশে ইভিএম চালু আছে সেখানে ভোট দেওয়ার পর একটা রিসিট দেয়। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেম নেই। সে কারণে এটা সুষ্ঠু হলো কি হলো না এটা জানার কোনো সুযোগ নেই। অর্থাৎ সে যেখানে ভোটটা দিতে চায় সেখানে গেল কি গেল না সেটা জানার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ভোটে কারচুপি ও জালিয়াতির যথেষ্ট সুযোগ রয়েছে।’
আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এখন তো আওয়ামী লীগকে আমি বলব, তারা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুক। আওয়ামী লীগ এখন জনগণের যে দল সেটা তারা নেই। তারা এখন জনগণকে বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।