সেতুতে ভাঙন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদীর ওপর সেতুর একটি অংশ ভেঙে পড়ায় চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে সেতু ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ রোববার দুপুর দেড়টার দিকে মালভর্তি একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর ওই অংশটি ভেঙে নদীর ভেতরে পড়ে যায় এবং চারপাশে অন্তত ৩০ বর্গফুট এলাকা দেবে যায়।
চুয়াডাঙ্গার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সেতুটি ১৯৬০ সালে তৈরি। এর মেয়াদ শেষ হয়ে গেছে। আপাতত ভাঙা স্থানে স্টিলের পাত দিয়ে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।