ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার বেলা ১১ টায় ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়া, হাতিসহ রং-বেরঙের বেলুন ও ফেস্টুন প্রদর্শিত হয়।
র্যালিতে ক্লাবের চার শতাধিক সদস্য ছাড়াও সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন।
বেলা ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় সাম্য ক্লাব কার্যালয়ে কেক কাটা হয়।
রাত ৮টায় সদস্যদের জন্য লাকি কুপন লটারির ড্র অনুষ্ঠিত হয়। রাত ৯টায় আলোকসজ্জা ও আতশবাজির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়।