৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি টায়ার-২ মূলধন বাড়াতে সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যু করবে, যা মূলধন হিসেবে কাজ করবে। এটি কোম্পানির বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন-সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস দিয়েছে। এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ১১ পয়সা, কর-পরবর্তী নিট মুনাফা ১৬৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৮ পয়সা।
২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ওয়ান ব্যাংক। এর অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৮৯ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারের সংখ্যা ৫৮ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৯১৮টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর ৪৮ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।