জসিম ফ্লোরে কী করছেন শাকিব খান?
গতকাল রাত পর্যন্ত বিএফডিসি সরব রেখেছিলেন ঢাকাই সিনেমার ‘সুইট বিউটি’ পূর্ণিমা, সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেতা তারিক আনাম খানসহ অনেকেই। নয় নম্বর ফ্লোরে ‘গাঙচিল’ সিনেমার আইটেম গানে নেচেছিলেন তাঁরা।
ওই সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা গিয়েছিল, এফডিসির জসিম ফ্লোরে ফেলা হচ্ছে বিশাল সেট। তখনই জানা গিয়েছিল, একটি বিজ্ঞাপনের জন্য এই আয়োজন। আর আজ জানা গেল, এই ফ্লোরে সকাল থেকে শুটিং করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
খোঁজ নিয়ে জানা গেছে, এসএমসি ওরস্যালাইনের বিজ্ঞাপনের জন্য দিনভর শুটিং করেছেন শাকিব খান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুট চলছিল। আগামীকাল অংশ নেবেন ফটোশুটে। এটি পরিচালনা করছেন পিপলু আর খান। ২০১৯ সাল থেকে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঢালিউড কিং।
সবশেষ শাকিব খানকে দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া শাকিবের প্রথম সিনেমা। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।