বছরের শুরুতে ৭ জানুয়ারি উঠতি মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ঢাকার মেয়ে শিফা। পড়াশোনা করেছেন মার্কেটিং বিষয়ে। গণমাধ্যমের খবর, এটা হাবিবের তৃতীয় বিয়ে। করোনা মহামারির কারণে ঘটা করে বিয়ের আয়োজন হয়নি। চলুন, এক ঝলকে দেখা নেওয়া যাক আফসানা চৌধুরী শিফার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে