চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম থেকে সোমবার একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলিসহ রুবেল নামের এক যুবককে আটক করেছে র্যাব। আটক রুবেলের বাড়ি শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতের র্যাব ৫-এর রাজশাহী ক্যাম্পের একটি দল বিকেল ৪টার দিকে চামাগ্রামের জনৈক আবদুল লতিফের বাড়ি সংলগ্ন দোকানের পাশে অভিযান চালিয়ে রুবেলকে হাতেনাতে আটক করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল দীর্ঘদিন থেকে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত মর্মে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটকের জন্য তারা তৎপর ছিল।