গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচনে অংশ নেওয়া : মির্জা ফখরুল
দেশে কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিনাজপুর শহরের রামনগর মোড়ে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে এখন কোনো গণতন্ত্র নেই, সংগঠন করার অধিকার নেই, ভোটের অধিকার নেই। তাহলে আপনারা বলবেন, কেন নির্বাচনে এলেন? এজন্য এসেছি যে, এটা আমাদের আন্দোলনের একটা অংশ। আমরা দেশে গণতন্ত্র চাই, আমরা দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। এই নির্বাচনটা হচ্ছে বলে আজ আমরা আসতে পারছি। আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। তা নাহলে আমাদের কথা বলতে দেওয়া হতো না। আপনাদের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা এসেছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘কাদের মির্জা বলেছেন, দেশে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের লোকজন পালানোর পথ খুঁজে পেত না। দুর্নীতি করে বিদেশে যত বাড়ি করেছেন সেজন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না।’
এ ছাড়া বক্তব্য দেন দলের মেয়র পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির নেতা হাসানুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে ভোটারদের কাছে ভোট চান।