দুর্নীতির অভিযোগে পাসপোর্টের দুই কর্মকর্তাকে ডেকেছে দুদক
ঘুষ নিয়ে ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।
দুই কর্মকর্তা হলেন পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক তারিক সালমান ও জিম গ্রাফিক হালিমা খাতুন সম্পা। তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল।
এর আগে একই অভিযোগে গত ১১ জানুয়ারি পাসপোর্ট অধিদপ্তরের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাঁদের মধ্যে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান ও প্রকল্প পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে গত ১৭ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে হাজির হতে বলা হলেও তাঁরা দুদকে হাজির হননি।