বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ১৩ জনকে জীবিত উদ্ধার
কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নয় জেলে নিখোঁজ রয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত চার জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
আজ শনিবার ভোরে সেন্টমার্টিন সাগর উপকূলের ২০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এবং কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজি এস শ্যামল বাংলা’ ও ‘সৈয়দ মনসুর আলী’ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ ছাড়া দুপুরের পর বিমান বাহিনীর একটি রেসকিউ হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেয়।
কোস্ট গার্ড চট্টগ্রাম ইস্ট জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রউফ আজ রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবরে উদ্ধার অভিযানের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ ‘এফভি যানযাবিল’ নামের একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী জাহাজগুলো।
ডুবে যাওয়া ট্রলারের মালিক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল।’