কাজের জন্য ভারতযাত্রা, ২৮ বাংলাদেশি আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের হাতে ২৮ বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। আজ বুধবার ভোরে ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় কাজের জন্য সীমান্ত পার হওয়ার পর ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের জওয়ানরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিদের মধ্যে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রহিমউদ্দীন, একরা, মসিউর, আজারুল, মামুন, আব্বাস, ন্যাংড়া, কালু, রাসেল, বিপ্লব, জসিম ও সাদ্দামের নাম জানা গেছে।
বেতনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে ভোরে ২৮ জন সীমান্ত অতিক্রম করেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাসাকুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসএফ তাঁদের আটক করে গোয়ালপুকুর থানায় সোপর্দ করে।
দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার ইকবাল ২৮ বাংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পতাকা বৈঠকের আগেই বিএসএফ আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করে।