‘হুঙ্কারে কাম হবে না’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দুই-এক দিনের মধ্যে কিছু হুঙ্কার বের হবে। হুঙ্কারে কাম হবে না। বাংলাদেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে।’
বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের টাঙন নদীর তীরে অবস্থিত প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত পাঁচতলা ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা মুক্তিযোন্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় যাওয়ার একটাই পথ জনগণের ভোট। মানুষ মাইরা বিদেশি প্রভুদের সাথে ফুসুর ফুসুর কইরা, ফস্টিনষ্টি কইরা, নানা রকম ষড়যন্ত্র কইরা যারা ক্ষমতায় যেতে চায় তাদের সাধ বাংলাদেশে কোনোদিন পূরণ হবে না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, এতিমদের জন্য বিদেশ থেকে আনা টাকা মা-ছেলে লুটপাট করেছে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই।
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী সমপরিমাণ টাকা ব্যয়ে পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।