সিনেমার পর্দা থেকে অন্তর্জাল—অভিনেত্রী জয়া আহসানের সৌন্দর্যে বুঁদ অনুরাগীরা। এই যেমন আজ শীতের দুপুরে উষ্ণতা ছড়ানো এক ছবি ফেসবুকে আপলোড করে ক্যাপশন জুড়েছেন, সব সময় জীবনের উজ্জ্বল দিকে তাকান। সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন পজিটিভ লাইভস আর পজিটিভ ভাইভস। দেখুন, অন্তর্জালে উষ্ণতা ছড়ানো জয়ার সাম্প্রতিক কিছু স্থিরচিত্র। আর জেনে নিন, ফেব্রুয়ারিতে কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া। ছবি : ফেসবুক থেকে