তৃতীয়বার যোগ্য করদাতা হয়ে শাকিব, ‘মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে’
২০১৯-২০২০ করবছরে যোগ্য করদাতা হিসেবে ১৪১টি ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গেল ২০ জানুয়ারি এ-সংক্রান্ত গেজেট প্রস্তুত করে এনবিআর, যা প্রকাশ পেয়েছে ২৬ জানুয়ারি। সেই তালিকায় তৃতীয় বারের মতো নাম এসেছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের।
বুধবার এ প্রসঙ্গে এক বিবৃতিতে শাকিব খান বলেন, ‘সিনেমা সেক্টরে কাজের মাধ্যমে হয়তো ভালো ক্যারিয়ার গড়া যায় না; দেশের বেশির ভাগ মানুষের মনে এমন একটি ভ্রান্ত ধারণা আছে। কারণ, শিল্পীদের সাহায্য দরকার হলে যেভাবে ফলাও করে প্রচার হয়, একইভাবে শিল্পীদের সাফল্যগুলো সেভাবে প্রচার হয়ে ওঠে না। অন্যান্য মাধ্যমে কাজ করে যাঁরা সফল হয়ে ট্যাক্স দিচ্ছেন, আমি সিনেমায় পেশা গড়ে একইভাবে ট্যাক্স দিচ্ছি।’
ঢালিউড কিং খান আরো বলেন, ‘এটা আমার নিজের জন্য যেমন গর্বের বিষয়, তেমনই আমার সেক্টরের প্রতিটি মানুষের জন্য গর্বের। এখানেও ভালো কাজ করে প্রতিষ্ঠা পাওয়া যায় এবং সফল হওয়া সম্ভব। এতে করে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে। পাশাপাশি পরবর্তী জেনারেশন যেন এ ব্যাপারটি মাথায় রাখে।’
জানা গেছে, কর প্রদানে উৎসাহিত করতে সরকার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের বিশেষ সম্মাননা হিসেবে প্রতি করবর্ষে ট্যাক্স কার্ড প্রদান করে থাকে। সম্মাননা হিসেবে ট্যাক্স কার্ডের সঙ্গে একটি ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে প্রতি করবর্ষে ট্যাক্স কার্ড প্রদান করা হয়। ব্যবসায়ী, চিকিৎসক, শিল্পী, খেলোয়াড়, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাভিত্তিক ৩৬টি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড প্রদান করা হয়। কোম্পানি পর্যায়ে ১৪টি এবং অন্যান্য পর্যায়ে চারটি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকেট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তাঁর পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।