জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নে সবাই উত্তীর্ণ হয়েছে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৪৩ শতাংশ। এদিকে, এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
আজ শনিবার সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফলাফলের তুলনামূলক চিত্র
ছাত্রছাত্রীর সংখ্যা : এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্যে সাত লাখ ৬ হাজার ৮৮৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে, ছয় লাখ ৬০ হাজার ৪৯২ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে সবাইকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়।
জিপিএ-৫ : জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে, জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৮৩ হাজার ৩৩৮ জন।
ঢাকা বোর্ড : মোট পরীক্ষার্থী তিন লাখ ২৬ হাজার ৪১ জন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৬১ হাজার ৮০৬ জন ও ছাত্রী এক লাখ ৬৪ হাজার ২৩৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৭ হাজার ৯২৬ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৮১ জন ও ছাত্রী ২৮ হাজার ৬৪৫ জন।
রাজশাহী বোর্ড : মোট পরীক্ষার্থী এক লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। তাদের মধ্যে ছাত্র ৮০ হাজার ১২৯ ও ছাত্রী ৬৯ হাজার ৮৪৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৬৫ জন ও ছাত্রী ১৪ হাজার তিন জন।
কুমিল্লা বোর্ড : মোট পরীক্ষার্থী এক লাখ দুই হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে ছাত্র ৪৪ হাজার ৪১৭ জন ও ছাত্রী ৫৮ হাজার ১৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র তিন হাজার ৯৭৮ জন ও ছাত্রী পাঁচ হাজার ৩৮৬ জন।
যশোর বোর্ড : মোট পরীক্ষার্থী এক লাখ ২৪ হাজার ৩৪ জন। তাদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৬১ জন ও ছাত্রী ৫৯ হাজার ৭৬৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৯২ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছয় হাজার ৪৩০ জন ও ছাত্রী ছয় হাজার ৪৬২ জন।
চট্টগ্রাম বোর্ড : মোট পরীক্ষার্থী ৯৭ হাজার ৯৬৭ জন। তাদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ৫০ হাজার ৩২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৪৩ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র পাঁচ হাজার ৭৪৭ জন ও ছাত্রী ছয় হাজার ৩৯৬ জন।
বরিশাল বোর্ড : মোট পরীক্ষার্থী ৬৮ হাজার ৯২০ জন। তাদের মধ্যে ছাত্র ৩৪ হাজার ২৭৩ জন ও ছাত্রী ৩৪ হাজার ৬৪৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র দুই হাজার ২৭৪ জন ও ছাত্রী তিন হাজার ২৯৪ জন।
সিলেট বোর্ড : মোট পরীক্ষার্থী ৭৫ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে ছাত্র ৩৪ হাজার ১৪৯ জন ও ছাত্রী ৪১ হাজার ১৭৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৪২ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র দুই হাজার ১৩৩ জন ও ছাত্রী ২ হাজার ১০৯ জন।
দিনাজপুর বোর্ড : মোট পরীক্ষার্থী এক লাখ ১৮ হাজার ৭৩৫ জন। তাদের মধ্যে ছাত্র ৫৯ হাজার ৯৫২ জন ও ছাত্রী ৫৮ হাজার ৭৮৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৮৭১ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সাত হাজার ২৯৭ জন ও ছাত্রী সাত হাজার ৫৭৪ জন।
ময়মনসিংহ বোর্ড : মোট পরীক্ষার্থী ৮৪ হাজার ৪০৫ জন। তাদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৪৮৩ জন ও ছাত্রী ৪২ হাজার ৯২২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৪০ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র চার হাজার ৯৯৮ জন ও ছাত্রী ৫ হাজার ৪২ জন।
মাদ্রাসা বোর্ড : মোট পরীক্ষার্থী ৮৮ হাজার ৩০২ জন। তাদের মধ্যে ছাত্র ৪৮ হাজার ২৪৬ জন ও ছাত্রী ৪০ হাজার ৫৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র দুই হাজার ৩১৮ জন ও ছাত্রী এক হাজার ৭৩০ জন।
কারিগরি শিক্ষা বোর্ড : মোট পরীক্ষার্থী এক লাখ ৩৩ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৭৩৪ জন ও ছাত্রী ৪১ হাজার ১২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৪৫ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র এক হাজার ৪৪৮ জন ও ছাত্রী দুই হাজার ৬৯৭ জন।