রাশিফল
সহযোগিতা পাবেন মেষ, ব্যবসা ভালো যাবে বৃশ্চিকের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৪ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন রক্তপ্রবাল ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি অনুসন্ধিৎসু, সন্দেহপ্রবণ ও ভিন্নমতাবলম্বী। আপনি মেধাবী ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যর অনুভূতি প্রবল। আনুগত্যের ব্যাপারে বিশ্বস্ত। ইন্দ্রিয় সুখপরায়ণতা ও ভোগের তাড়না আপনাকে প্রবলভাবে পেয়ে বসতে পারে। আপনার ইচ্ছা ও পছন্দের ওপরই নির্ভর করবে আপনার সাফল্য ও ব্যর্থতা। খুটিনাটি বিষয়েও সতর্ক বিশ্লেষণ করার ক্ষমতা আছে আপনার। আত্মনিয়ন্ত্রণ ও সংযমই হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : শিল্পী জ্যাঁ ভারমীর, কবি জন কিটস, কেমিস্ট এডলফ বায়ার, চিয়াং কাইশেক, বল্লভ ভাই প্যাটেল, নরোদম সিহানুক, আসাদুজ্জামান নূর, বারবারা বেল গেডেস, সাংবাদিক বাহাউদ্দিন আহমেদ চৌধুরী, হাবিবুর রহমান খান, সৈয়দ তোসাররফ আলী, সাংবাদিক ওবায়দুল হক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। নতুন আত্মীয় লাভের যোগ আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে।
বৃষ (২১ এপ্রিল-২০মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। শরীর কিছুটা অসুস্থ বোধ করতে পারেন। মাথাব্যথা বা চক্ষু সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর মোটামুটি ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আত্মপ্রতিষ্ঠার সুযোগ পেতে পারেন। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিত্বকে কাজে লাগাতে চেষ্টা করুন। মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে।
কর্কট (২১জুন-২০ জুলাই)
কোনো ব্যর্থতার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। শরীর খুব একটা ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ ভালো থাকবে। চাকরিজীবীদের জন্য শুভ। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধির সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের সম্ভাবনা আছে। অন্য কারো সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। কোনো সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। কোনো ধরনের অপবাদ রটতে পারে। রিপুকে সংযত করার চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ধর্মীয় কাজকর্মে আগ্রহ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা আছে। শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের রোগমুক্তির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।