রোমানিয়ায় নাইট ক্লাবে আগুন, নিহত ২৭
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি নাইট ক্লাবে আগুনে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
রোমানিয়ার কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স-এর খবরে বলা হয়, শুক্রবার রাতে ‘কালেকটিভ’ নামে ওই নাইট ক্লাবে একটি ব্যান্ডদলের কনসার্ট চলছিল। তখন আকস্মিক আগুন ধরে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং আগুনে সৃষ্ট ধোঁয়ায় বিপুলসংখ্যক লোক হতাহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
কনসার্টে প্রায় ৪০০ মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের বেশির ভাগই প্রাপ্তবয়স্ক।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নাইট ক্লাবে আকস্মিক একটি বিস্ফোরণ হয় এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনে ক্লাবের একটি স্তম্ভ ও ছাদ পুড়ে যায়।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা কয়েকজনের চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকরা।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেন, ক্লাব থেকে দৌড়ে বের হওয়ার সময় পদদলনের ঘটনা ঘটেছে।
রোমানিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত বলেন, আহত লোকজনকে বুখারেস্টের ১০টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। আহত অনেকের নাম-পরিচয় জানা যায়নি।
দেশটির উপপ্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অপরিয়া বলেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। আহত ব্যক্তিদের রক্তদানের আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস আয়োহান্নিস এক বিবৃতিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।