আপনার ইন্টারনেট স্পিড চেক করবেন যেভাবে
বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া এক দিনও চলা বেশ কঠিন। ব্যাপারটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ইন্টারনেট মানুষের মৌলিক চাহিদার তালিকায় যুক্ত হওয়া এখন সময়ের দাবি। করোনার সময়ে এই চাহিদা আরও ব্যাপকভাবে বেড়েছে।
কিন্তু আপনি-আমি যে ইন্টারনেট ব্যবহার করি, মাঝেমধ্যেই তার স্পিড বা গতি নিয়ে ঝামেলা পোহাতে হয়। অভিযোগ ওঠে ইন্টারনেটের স্পিড কম।
এই যে ইন্টারনেটের স্পিড কম, সেটা আপনি কীভাবে বোঝেন? নিশ্চয়ই ধীর গতির ওপর ধারণা করে। কিন্তু আপনি চাইলেই কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন। সেইসঙ্গে মিলিয়ে নিতে পারবেন অর্থ ব্যয় করে আপনি যে স্পিডের ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি না।
চলুন, ইন্টারনেট স্পিড চেক করার কয়েকটি ওয়েবসাইটের নাম জেনে নিই :
* Fast.com
* Speedof
* Testmy