সরকারের উচিত টিআইবির খরচের হিসাব নেওয়া : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মন্তব্যকে শুধু ঔদ্ধত্যপূর্ণই নয় বরং পক্ষপাতমূলক মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তিনি বলেন, ‘আমার মনে হয় সরকারের উচিত এই সমস্ত অরগানাইজেশনের যে সমস্ত টাকা তারা খরচ করেন এই টাকা পয়সাগুলোর হিসাব-নিকাশ করা এবং নিরীক্ষা করা।’
আজ শনিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।
ফজলে রাব্বি মিয়া বলেন, ‘৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই পার্লামেন্ট। এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট। এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সম্পর্কে তারা যে বক্তব্য রেখেছে টিআইবি এটা শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, এটা অতিরঞ্জিত শুধু নয় এটা পক্ষপাতমূলক। স্বাধীনতার পক্ষের শক্তি এই ধরনের কথা বলতে পারে না। একটা পার্লামেন্ট যেখানে সংবিধান তৈরি হয়, যেখানে আইন তৈরি হয় তাকে বলে পুতুল নাচের ঘর। যারা পুতুল নাচায় উনারা তাদের দ্বারাই নাচছেন। কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী যারা, আমরা কিন্তু নাচি না। আমরা কাজে দেখাই। এবং আমরা কাজে দেখাচ্ছি।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ‘অনেকেই তো বলেছিলেন যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অবৈধ অবৈধ অবৈধ। এটা আমরা মানি না মানব না, অনেক কথাই বলেছেন। এই নির্বাচনের পরই কিন্তু আমরা সিপিএর চেয়ারপারসন ড. শিরিন শারমিন চৌধুরী তিনি চেয়ারপারসন ইলেক্টেড হয়েছেন। আইপিও সভাপতি সাবের হোসেন চৌধুরী ইলেক্টেড হয়েছেন। আন্তর্জাতিকভাবে ২০১৪ সালের নির্বাচনকে শুধু গ্রহণ করাই হয় নাই, আমাদের সমর্থন করিয়ে দুটি পদে আমরা নির্বাচিত হয়েছি। সুতরাং টিআইবি কি বলল আর না বলল তাতে কিচ্ছু যায় আসে না। তবে ওদের সম্পর্কে শুধু আমার অনুকম্পাই হয়। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা যারা হাজার হাজার কোটি টাকা বাহির থেকে নিয়ে এসে খরচ করেন এই খরচের কি কোনো অ্যাকাউন্টস করা আছে? আমার মনে হয় সরকারের উচিত এই সমস্ত অরগানাইজেশনের যে সমস্ত টাকা তারা খরচ করেন এই টাকা-পয়সাগুলোর হিসাব-নিকাশ করা এবং নিরীক্ষা করা।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন জুলফুর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্য বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও আবুল কালাম আজাদ।