অনুমোদিত মূলধন বাড়াবে ড্যাফোডিল কম্পিউটার্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ এ প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ৫০ কোটি থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কোম্পানিটির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ ও মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি পেতে আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডিতে সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারে ডিআইটি অডিটরিয়ামে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১৯ নভেম্বর।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১২ টাকা ১৭ পয়সা।
কোম্পানিটি এর আগে ২০১২ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে পাঁচ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি ১১ টাকা ১৪ পয়সা ও ইপিএস এক টাকা ১২ পয়সা।
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ টাকা। বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট চার কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার।