লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে নাশকতা ও সহিংসতার মামলায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার মান্দারী বাজার ও বাঞ্ছানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলার মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ও শহর জামায়াত নেতা মাসুদ আলম।
লক্ষ্মীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) নাসিম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।