পররাষ্ট্রমন্ত্রী জানালেন
আমেরিকা থেকেও মানুষ টিকা নিতে আমাদের দেশে আসছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমেরিকা থেকে কিছু মানুষ করোনার টিকা নিতে বাংলাদেশে আসছেন। এটা আমাদেরকেও আশ্চর্য করছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী নিজেও টিকা নেন।
আমেরিকা থেকে বাংলাদেশে টিকা নিতে আসার কারণ জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক উন্নত দেশ এখনো টিকা পাচ্ছে না। আমি নিজেও এটা শুনে অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমেরিকা থেকে বাংলাদেশে টিকা নিতে আসছেন কেন? জবাবে তারা বলেন, আমেরিকায় কত দিন পরে করোনার টিকা পাব ঠিক নেই। তাই দেশেই চলে আসলাম টিকা নিতে।’