শাকিব খানের ‘স্টুপিড’, লজ্জা ও আক্ষেপ...
‘তারা বলছে, ভাই না খেয়ে মরছে, মানুষগুলোকে (সিনেমা সংশ্লিষ্ট) আমি কাজ দিচ্ছি। তোমার কাজ দেওয়ার দরকার নেই, স্টুপিড। তুমি কে কাজ দেওয়ার? আমার ১০০-৫০০ সিনেমার দরকার নেই, আমাদের একটি সিনেমা দরকার।’ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কিছুটা ক্ষিপ্ত অবস্থায় এমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
সম্প্রতি একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। ধারণা করা হচ্ছে, এ প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ঢালিউড কিং। যদিও অনুষ্ঠান শেষে এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাওয়া হলে তা ব্যাখ্যা করেননি তিনি।
আয়োজনে শাকিব আরও বলেছেন, ‘সিনেমাটা এখন এমন হয়ে গেছে। মাঝেমাঝে এমন কিছু দেখি মিডিয়ার কল্যাণে। এমন এমন মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে। সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কী বলব সেটা। ওপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে। নিজের কাছেই লজ্জা লাগে।’
এ ছাড়া এ দিন কিছুটা আক্ষেপও শোনা গেল এই তারকার কণ্ঠে। এক নাগাড়ে বললেন, ‘বিশ্ব সিনেমা বা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই; সেখানে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যারা ছিল, যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডের তুলনায় ছোট টলিউড, পাঞ্জাবি, মালয়ালামের মতো ইন্ডাস্ট্রিগুলো এখন পৃথিবীকে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে। কেজিএফের কথাই যদি বলি... মালয়ালামের মতো ইন্ডাস্ট্রি ৩০০-৪০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে। আর আমার দেশের সিনেমা এখন ১০ লাখ, ২০ লাখে নেমে এসেছে। হোয়াট আ ফিল্ম ম্যান! কী চিন্তাধারা! কী রকম ব্যাপার!’
আয়োজনে শাকিব আরও বলেন, ‘একটি ভালো সিনেমা, সিনেমা হলকে এবং ইন্ডাস্ট্রিকে কী পরিমাণ ফিডব্যাক দিতে পারে, সেটা আপনারা সকলেই জানেন। একটি সিনেমা কমপক্ষে এক মাস চলে একেকটা হলে, অনেক ব্যবসা দেয়। আমি আমার অনেক সিনেমার সময় বলতে শুনেছি, ভাই গত ৬ মাসের যত লোকসান ছিল, সেটা পুষিয়ে ফেলেছি একটা সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই। হলিউড, বলিউডে কত সিনেমা মুক্তি পায়, কিন্তু আমরা কয়টার নাম জানি। ভালো মানের যে সিনেমাগুলো হয়, আমরা কিন্তু সেগুলোরই নাম জানি এবং আমরা গর্ব নিয়ে বলি, দেখেছ কী বানিয়েছে।’
সামাজিক সচেতনতামূলক গল্পে নাট্যনির্মাতা তপু খানের পরিচালনায় ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করবেন মাসুম বাশার, মিলি বাশার, মুকিত জাকারিয়া প্রমুখ। সিনেমাটির শুটিং ২০ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমানসহ অনেকে।