নির্বাচন কর্মকর্তা হত্যা মামলায় ৪৯ জন কারাগারে
জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জোবায়দুর রহমান হত্যা মামলায় ৪৯ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ হায়দার আলী একজনের জামিন মঞ্জুর করে বাকি ৪৯ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুড়া ভোটকেন্দ্রে হামলা চালায় বিএনপি-জামায়াতে ইসলামীর কর্মীরা। এ সময় তারা ভোটকেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জোবায়দুর রহমানকে গুলি করে হত্যা করে। এ ছাড়া বিএনপি-জামায়াতকর্মীরা সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপে, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জোবায়দুর রহমানকে গুলি করে হত্যা করার ঘটনায় কনস্টবেল জাহেরুল ইসলাম বাদী হয়ে ১২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে ১২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিলের পর হত্যা মামলার ৫৭ জন আসামি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়।
এদিকে আজ দুপুরে হত্যা মামলার ৫০ আসামি জামিন নিতে অতিরিক্ত জেলা জজ হায়দার আলীর কাছে আবেদন করেন। পরে আদালত একজনের জামিন মঞ্জুর করেন এবং ৪৯ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জোবায়দুর রহমান হত্যা মামলায় ১৮ জন আসামি পলাতক রয়েছেন। এঁদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।