স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ধানমন্ডির ৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার ও দলের প্রচার সম্পাদক শহিদ ঊদ্দিন চৌধুরী এ্যানি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।
আগামী ১ মার্চ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোর-এ বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই আয়োজন বছরব্যাপী চলবে।