ঘাটাইলে এক সপ্তাহ পরই সচল নকল জর্দার কারখানা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এক সপ্তাহ পরই সচল হলো নকল জর্দার কারখানা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে কিছু নকল জর্দার কারখানা। এসব কারখানা বন্ধের জন্য গত ২৩ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘাটাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার। এ সময় কয়েকটি কারখানার নকল জর্দা তৈরির কাঁচামাল তামাক পাতার কুঁচি পুড়িয়ে দেওয়া হয় এবং কিছু উপাদান সংগ্রহ করা হয়। শরীফ কেমিক্যাল কোম্পানি নামের একটি জর্দার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু অভিযানের এক সপ্তাহ না যেতে আবারও চালু হয়ে যায় এসব কারখানা। এসব কারখানা বিভিন্ন ব্র্যান্ডের নকল জর্দা ও বিড়ি তৈরি করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার এনটিভি অনলাইকে বলেন, ‘আমি এসব কারখানায় অভিযান চালিয়েছি এবং বন্ধ রাখতে বলেছি, যত দিন না পর্যন্ত এসব কারখানার কর্তৃপক্ষ বিএসটিআইয়ের অনুমতি নেবে। আর এর আগে যদি আবার কেউ চালু করে তাহলে আদালত জরিমানার পাশাপাশি মামলা করবেন।’
কারখানাগুলো আবার চালু হয়েছে—এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘আমি খবর নিচ্ছি।’
এ বিষয়ে শরীফ জর্দা কারখানার মালিক সোলায়মান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর আমার শ্বশুর কারখানা খুলেছেন। আমি এর বেশি কিছু জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি।’