ডিজিটাল আইন বাতিলের দাবিতে পিরোজপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার ছাত্রনেতাদের মুক্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর টাউন ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাবের সামনে এক পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, দপ্তর সম্পাদক আবির হাসান, সাংস্কৃতিক সম্পাদক সোহেল ইসলাম রানা, সদস্য মিঠুন কুমার রাজ, সাদমান, ছাত্র মৈত্রীর সভাপতি শুভ মিস্ত্রী, সম্পাদক রাজিব প্রমুখ।
এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং আন্দোলন থেকে গ্রেপ্তারকৃত সব ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন।