চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ, বেতন ১১ হাজার টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা। ১১টি ভিন্ন পদের বিপরীতে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, ট্রেসার।
পদসংখ্যা
মোট ৩১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস/ এইচএসসি/ এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://dcchuadanga.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৪ এপ্রিল, ২০২১।
সূত্র : প্রথমআলো, ৩ মার্চ, ২০২১।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে