শেরপুরে নিখোঁজ বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার
শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চার দিন পর খোদেজা বেগম নামের এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধনাকুশা মধ্যপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
নিহত খোদেজা বেগম (৬৫) উপজেলার ধনাকুশা মধ্যপাড়ার বাসিন্দা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ৭ মার্চ থেকে বৃদ্ধা খোদেজা বেগম নিখোঁজ ছিলেন। তাঁর ছেলে খোরশেদ আলী গত ৮ মার্চ নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে বাড়ির আঙিনায় কুকুর মাটি খুড়লে একটি বস্তার মুখ বের হয়ে আসে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা বস্তায় একটি লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের ছেলে খোরশেদ আলী লাশটিকে তাঁর মায়ের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নকলা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
এদিকে, শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্না মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।