জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘ক্যারিয়ার’। আবদুন নূর সজলের গল্প-ভাবনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সাদিয়া জাহান প্রভা, এস এন জনি, সায়মা, শাহেদ খন্দকার প্রমুখ। এক ঝলকে দেখে নিন নাটকের কয়েকটি দৃশ্য। ছবি : সংগৃহীত