সংলাপের আহ্বান তামাশামাত্র : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী, বিদেশিদের খুনের মদদদাতা, জামায়াতের বন্ধু বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হতে পারে না, হবেও না। হুমকি-ধমকি দিয়ে বা চক্রান্ত করেও কোনো লাভ হবে না।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরো বলেন, ‘বিদেশি হত্যা, পুলিশ হত্যা ও তাজিয়া মিছিলে হামলা করে লন্ডনে বসে খালেদা জিয়া সংলাপের যে আহ্বান জানিয়েছেন তা জনগণের সঙ্গে তামাশামাত্র।’
আজ শনিবার দুপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পাবনা সিভিল সার্জন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় দোয়েল কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘আমরা অবশ্যই সংলাপে বিশ্বাস করি, তবে সংলাপ হবে বাংলাদেশের জনগণের সঙ্গে ২০১৯ সালে। তার একদিন আগেও কোনো সংলাপ হবে না। মাঠে আসুন, সেখানে দেখা যাবে কে জিতে আর কে হারে।’
দেশে সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলা করার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম লাল, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন শহিদ মো. সাদিকুল হক।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী পাবনা সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ও দোয়ায় অংশ নেন।
এরপর বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন করেন।