ভারতে বাড়ছে করোনার সংক্রমণ
গত বছর এই সময়ে ভারতজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়ার আশঙ্কায় ওই সময় ভারতে লকডাউন ঘোষণা করা হলেও ভাইরাসটির সংক্রমণ কমেনি, বরং বেড়েছে আশঙ্কাজনক হারে।
প্রথম দফায় লকডাউন ঘোষণার এক বছরের মধ্যে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ১৬ লাখের বেশি। এ ছাড়া মৃত্যু হয়েছে মোট এক লাখ ৬০ হাজারের বেশি মানুষের। সংক্রমণের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে ভারতের অবস্থান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ সোমবার এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে শুরুর দিকে লকডাউন ঘোষণার প্রথম বছরে এসে গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্র রাজ্যেই করোনায় সংক্রমিত হয়েছে ৩০ হাজার ৫৩৫ জন। ভারতে গত মাসে অর্থনৈতিক ক্ষেত্রগুলো পুরোদমে চালুর পর দেশটির মধ্যে মাহারাষ্ট্র রাজ্যেই ৬০ শতাংশ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৯ জনের এবং একদিনের হিসেবে রাজ্যটিতে করোনায় মৃত্যুর হার ২ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে, ভারতজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ।