বীরপ্রতীক মুক্তিযোদ্ধা পেলেন নতুন বাড়ি উপহার
চুয়াডাঙ্গায় একটি নবনির্মিত বাড়ি উপহার পেয়েছেন বীরপ্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সাইদুর রহমান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের ব্যক্তিগত অর্থায়নে এই বাড়ি তৈরি করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে সাইদুর রহমানের হাতে বাড়ির চাবি তুলে দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান।
বাড়ি নির্মাণ ও হস্তান্তর প্রসঙ্গে এস এম মনিরুজ্জামান বলেন, ‘বিজিবি মহাপরিচালকের ব্যক্তিগত তহবিলে সাড়ে চার লাখ টাকা খরচ করে বাড়িটি নির্মাণ করা হয়। বাড়িতে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার রয়েছে।’
নতুন বাড়ি পেয়ে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর প্রতীক সাইদুর রহমান। তিনি বলেন,‘ মুক্তিযুদ্ধে অবদানের জন্য এটাও একটি বড় স্বীকৃতি।’
চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়নের ৩ নম্বর গেটের সামনের জমিতে বাড়ির চাবি হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ।