৪১ পেরোনো শাকিবের জন্য এলো হাতি
গেল রাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করতেই ৪২ বছরে পা রেখেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গত কয়েক বছর নীরবে জন্মদিন পালন করলেও এবার বেশ ঘটা করে নিজের জন্মদিন পালন করেছেন ঢালিউড খান।
এবার এই নায়কের জন্মদিন উপযাপন করা হয়েছে পাবনার একটি বিলাসবহুল রিসোর্টে। যেখানে শাকিব ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটির প্রযোজকের পক্ষে মধ্যরাতেই দুটি হাতি শাকিবের মাথায় শুঁড় বুলিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ঢাকের তাল, কেক কাটা, নাচ-গান ও ফানুস উড়িয়ে জন্মদিন পালন করা হয়।
সেই ভিডিও অন্তর্জালে শেয়ারও করেছেন শাকিব খান। লিখেছেন, সবচেয়ে বিস্ময়কর জন্মদিন উদযাপন।
১৯৭৯ সালের এই দিনে (২৮ মার্চ) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্মগ্রহণ করেন শাকিব। যদিও সে সময় শাকিব খান ছিলেন শুধুই মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন শাকিব। সে সময়ই নাম পাল্টে মাসুদ রানা থেকে শাকিব খান হয়ে ওঠেন তিনি।
নিজের প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’-তে সাফল্য না পেলেও নজর কাড়েন শাকিব। এক বছরের মধ্যেই শাবনূর, পপি, পূর্ণিমা, মুনমুন—তখনকার সেরা চার নায়িকার সঙ্গে জুটি বাঁধেন তিনি।
২০০৮ সালে নায়ক মান্নার মৃত্যুর পর শাকিব খানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয় নায়ক থেকে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।