সুনামগঞ্জে স্কুলছাত্র অনিক হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জে স্কুলছাত্র অনিক চন্দ্র ব্রহ্ম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে স্কুল ও কলেজের সাধারণ ছাত্রদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
পৌর শহরে আলফাত স্কয়ারে প্রথমে মানববন্ধন ও পরে শহরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকলে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, অনিকের বাবা প্রদীপ চন্দ্র ব্রহ্ম, শিক্ষার্থী সাইম আবদুল্লাহ ও রাজন রায় প্রমুখ।
নিহত অনিক সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভগের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত অনিক পরিবারের সঙ্গে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। তাদের গ্রামের বাড়ি তাহিরপুর উপজেলার তেলিগাঁও গ্রামে। কয়লা ব্যবসায়ী প্রদীপ চন্দ্র ব্রহ্ম সন্তানদের লেখাপড়ার জন্য শহরে এসে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
গত রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের নির্মাণাধীন একটি ভবন থেকে অনিক চন্দ্র ব্রহ্মর গলায় রশি প্যাঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরের দিন হাসপাতালে পরিবারের লোকজন গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ১টার দিকে বাসা থেকে বের হয় অনিক। বিকেলে না ফেরায় বাড়ির লোকজন ভাবেন, সে হয়তো দোলপূর্ণিমার কোনো আয়োজনে গেছে। কিন্ত রাতেও না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তারা। গতকাল সোমবার ভোর থেকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর খবর পান পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে এবং লাশটি হাসপাতালে আছে। পরে তারা হাসপাতালে গিয়ে অনিকের বীভৎস লাশ দেখতে পায়।
নিহত অনিকের বাবা প্রদীপ ব্রহ্ম জানান, অনিক শহরের অলিগলি- রাস্তাঘাটই ভালো করে চিনে না। কারো সঙ্গে তাঁর বা তাঁর ছেলের কোনো বিরোধ নেই। তিনি বুঝতে পারছেন না কারা, কেন এমন নির্মমভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান আজ দুপুরে জানান, স্কুলছাত্র অনিক হত্যার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।