লক্ষ্মীপুরে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত
ছয় থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুরে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৩৩ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ডা. জাকির হোসেন, ইপিআই জেলা তত্ত্বাবধায়ক মো. শাহজাহান আলী, পরিসংখ্যানবিদ এস এম ফারুক, সাংবাদিক মহিউদ্দিন মুরাদ প্রমুখ।