মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে ১০টি সশস্ত্র সংগঠনের সমর্থন
মিয়ানমারের দশটি শীর্ষ বিদ্রোহী সশস্ত্র সংগঠন দেশটিতে চলমান সেনাবিরোধী বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছে। আজ রোববার সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলা হয়, গতকাল শনিবার মিয়ানমারের ১০টি বিদ্রোহী সংগঠন ভার্চুয়াল বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তারা বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নিন্দা করে।
বিদ্রোহী রেস্টোরেশন কাউন্সিল অব শান স্টেটের নেতা জেনারেল ইয়াউদ সের্ক বলেন, ‘এ ঘটনায় সামরিক বাহিনীর নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
গত সপ্তাহে জাতিগত বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সামরিক সরকার এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা প্রসঙ্গে ইয়াউদ সের্ক বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তারক্ষীদের সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের ওপরও কোনো সহিংসতা চালানো যাবে না।’
‘আমি বলতে চাই, এই ১০ সংগঠন দৃঢ়ভাবে জনগণের সঙ্গে রয়েছে, যারা দেশে স্বৈরশাসনের অবসান চান,’ যোগ করেন তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহী সংগঠনগুলোর সংঘাত চলছে। মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যগুলোর বিস্তৃত এলাকা এসব বিদ্রোহী সংগঠনগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে সেখানে অভ্যুত্থানবিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা। এর পরিপ্রেক্ষিতে হত্যা, আটক ও নির্যাতনের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করছে নিরাপত্তারক্ষীরা।
স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫৫০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানকার ২০টির মতো সশস্ত্র সংগঠন সামরিক সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।