নাটোরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আ. লীগের জয়
নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম শফিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলাল শেখ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৯৪ হাজার ৭৫৪ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত ফয়জুন্নেসা পুতুল পেয়েছেন ৬৬ হাজার ৮৪৮ ভোট।
নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ আরিফ এই ফল ঘোষণা করেন।
এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বর্জন করেছে বিএনপি। সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান মন্টু জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি।
এর আগে সকাল সাড়ে ৯টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিংড়ায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৩ আগস্ট উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদের মৃত্যুতে পদটি শূন্য হয়।
এদিকে গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে জয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলাল শেখ পেয়েছেন ২১ হাজার ৮১৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১৬ হাজার ৪১৫ ভোট। ওই পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।