গাইবান্ধায় ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ভাই তাঁর ছোট ভাই নবাব আলীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নবাব আলী দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নবাব আলীর সঙ্গে তাঁর বড় ভাই আবদুল মতিন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে আবদুল মতিন লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে নবাব আলী তাঁদের বাধা দেন। এ সময় নবাব আলীর সঙ্গে বড় ভাই আবদুল মতিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল মতিন উত্তেজিত হয়ে লাঠি দিয়ে নবাব আলীকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। নবাব আলী অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নবাব আলীকে মৃত ঘোষণা করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানিয়েছেন, এ ঘটনার পর নিহতের ভাই আবদুল মতিন, মতিনের স্ত্রী বেবী বেগম, মেয়ে মোজমা বেগম, মাজেদা বেগম, নাজমা বেগম ও মেয়েজামাই সাদেকুলসহ ছয়জনকে আটক করা হয়েছে।