বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু কেয়া পায়েলের, সময়টা ২০১৭ সাল। টিভি নাটকের বাইরে নায়িকা হয়েছেন সিনেমার। বর্তমানে একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন, ঈদে আসছে তাঁর বেশ কিছু নাটক। অন্তর্জালেও বেশ জনপ্রিয় কেয়া। ফেসবুকে এক মিলিয়ন অনুসারী তাঁর, ইনস্টাগ্রামে দুই লাখ ৩০ হাজারের বেশি। চলুন, দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে