লক্ষ্ণীপুরে স্বেচ্ছাসেবক নেতা নিহত
দুর্বৃত্তদের হামলায় লক্ষ্ণীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূর হোসেন মিঠু (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ইউনিয়নের কুশাখালীর কাঁঠালী গ্রামে মিঠুর ওপর হামলা করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় মিঠুকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
নূর হোসেন মিঠু দিঘুলী ইউনিয়নের রমাপুর গ্রামের বাসিন্দা। তাঁর ভাই মুরাদ হোসেন দাবি করেন পূর্ব শত্রুতার জের ধরে জিল্লাল গ্রুপের লোকজন ওই হামলা করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, কুশাখালীর কাঁঠালী গ্রামের একটি চায়ের দোকানে মিঠুর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা । এতে নুর হোসেন মারাত্মক আহত হন।
বিকেলে মিঠুর মৃত্যুর খবরটি জানিয়েছেন তাঁর ভাই মুরাদ হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সাত্তার খোকন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভুঁইয়া বলেন, ‘মিঠুর মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’