সুয়েজ খাল আটকে দেওয়ায় এভার গিভেন জব্দ
সুয়েজ খালকে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ করে রাখা বিশাল কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেনকে ক্ষতিপূরণের দাবিতে জব্দ করেছে মিসর সরকার।
সুয়েল খাল কর্তৃপক্ষ (এসসিএ) জাহাজটির জাপানি মালিক কোম্পানি শোয়ে কিসেন কাইশা লিমিটেডের বিরুদ্ধে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে বলে এটির অন্যতম বীমাকারী ইউকে ক্লাব জানিয়েছে।
ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলার মধ্যেই এসসিএ আদালত থেকে এভার গিভেনকে জব্দ করার আদেশ পায়। খবর সিএনএনের।
গত ২৩ মার্চ সকালে মিশরের স্থানীয় সময় সকালে ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার প্রশস্ত ও দুই লাখ ২০ হাজার টন কন্টেইনার বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজটি প্রবল বাতাস ও ধুলি ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সুয়েজ খালের দক্ষিণাংশের সংকীর্ণ একক লেনে আড়াআড়িভাবে আটকে যায়, এতে জলপথটিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ছয়দিন ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথে জাহাজ চলাচল বন্ধ থাকার পর ২৯ মার্চ সকালে উদ্ধারকারী টাগবোটগুলো এভার গিভেনকে পাড়ের চড়া থেকে নামিয়ে ফের ভাসাতে সক্ষম হলে সুয়েজ খাল উন্মুক্ত হয়।
তারপর থেকে জাহাজটি সুয়েজ খালের মধ্যবর্তী তিনটি প্রাকৃতিক হ্রদের একটি গ্রেট বিটারে অবস্থান করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার এভার গিভেন জাহাজের প্রযুক্তিগত ব্যবস্থাপক কোম্পানি বানহার্ড শেল্টি শিপম্যানেজমেন্টের (বিএসএম) দেওয়া এক বিবৃতিতে প্রধান নির্বাহী ইয়ান বেভারজ বলেছেন, জাহাজটিকে জব্দ করার এসসিএর সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। প্রথম থেকেই বিএসএম ও জাহাজটিতে থাকা নাবিকরা কর্তৃপক্ষগুলোর সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছে।