পাচারকালে ৬২ বস্তা সরকারি চাল জব্দ, একজনকে কারাদণ্ড
হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব (ভিজিডি) কর্মসূচির ৬২ বস্তা চাল পাচারকালে জব্দ করা হয়েছে। এ অভিযোগে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত জাবের উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভিজিডি কর্মসূচির ৬২ বস্তা চাউলের বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির জন্য যাচ্ছিলেন জাবের মিয়া। স্থানীয় লোকজন তাঁকে চালসহ আটক করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান খান অভিযুক্ত জাবেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় তিন হাজার ১০০ কেজি (৬২ বস্তা) চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন আজমিরিগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) শওকতের নেতৃত্বে একদল পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান।