নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে আটক ১
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ মৃধাকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাবো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত নাহিদ (৩৫) বাঘাবো ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
চেয়ারম্যান তরুণ মৃধা বলেন, ‘আজ বেলা ১১টার দিকে আমার অফিসকক্ষে স্থানীয় একটি সালিশ করছিলাম। এ সময় নাহিদ পরিষদের সামনে এসে আমাকে ও পরিষদের সচিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন তাঁকে ডেকে গালিগালাজের কারণ জানতে চাইলে তিনি কাস্তে দিয়ে আমার গলায় পোচ মারতে যান। সালিশে উপস্থিত লোকজন তাঁকে জাপটে ধরে আমাকে রক্ষা করে। পরে স্থানীয় জনগণ তাঁকে আমার অফিসকক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়।’
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাহিদ নামের এক যুবককে আটক করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।