অপহরণের ২৪ দিন পর জেএসসি পরীক্ষার্থী উদ্ধার
গাইবান্ধায় অপহরণের ২৪দিন পর অপহৃতা জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী রুহুল আমিনকেও গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে কুমিল্লা জেলা সদরের চাঁদপুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পরে রাতে ওই স্কুলছাত্রী ও অপহরণকারী রুহুল আমিনকে সাদুল্যাপুর থানায় নিয়ে যাওয়া হয়।
অপহরণের শিকার ওই স্কুলছাত্রী সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়ার বাসিন্দা। সে ধাপেরহাট প্রিয়বালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। চলতি জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
গ্রেপ্তার রুহুল আমিন একই ইউনিয়নের হিংগারপাড়ার বাসিন্দা। রুহুল আমিন ধাপেরহাট বন্দরের পল্টন মোড়ে কম্পিউটারের ব্যবসা করতেন।
সাদুল্যাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন জানান, ২০ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে ধাপেরহাট বন্দরে আসে। ধাপেরহাট বন্দরের পল্টন মোড় এলাকায় পৌঁছালে রুহুল আমিন তার অন্য সহযোগীদের সহায়তায় স্বপ্নাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পরের দিন স্বপ্নার মা মালতি রানী বাদি হয়ে রুহুল আমিনসহ চারজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এসআই আরো জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে কুমিল্লা সদর থানার পুলিশের সহযোগিতায় কুমিল্লা সদরের চাঁদপুর এলাকার একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, আজ অপহৃতা ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ও অপহরণকারী রুহুল আমিনকে আদালতে পাঠানো হয়েছে।
তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।