আমতলীতে মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা
বরগুনার আমতলী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা। আজ শনিবার সকালে পটুয়াখালী-আমতলী সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের এভারেস্ট একাডেমি ও আমতলী ডিগ্রি কলেজ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ আয়োজনে ওই প্রতিযোগিতা হয়।
আজ সকাল ৭টা ১০ মিনিটে সাহেববাড়ী স্ট্যান্ড থেকে কলেজ পর্যায়ের প্রতিযোগীদের দৌড় শুরু হয়। নির্ধারিত ৪৫ মিনিটে আট কিলোমিটার দৌড়ে অংশ নেয় ২৭ জন। অপরদিকে স্কুলপর্যায়ে নির্ধারিত ২৫ মিনিটে চার কিলোমিটার দৌড়ে অংশ নেয় ৩৩ জন প্রতিযোগী। প্রতিযোগিতা শেষ হয় আমতলী উপজেলা পরিষদের সামনে।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মধ্যে দুই পর্যায়ে পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পাওয়া ১০ বিজয়ীর সবাই বান্দরবানে আয়োজিত ফাইনালে অংশগ্রহণ করতে পারবে।