চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় যুবক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামক স্থানে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতপরিচয় ৩৫ বছর বয়সী ওই যুবক দুপুর একটা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার বদরগঞ্জ থেকে হেঁটে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। নয়মাইল নামক স্থানে চুয়াডাঙ্গা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সরোজগঞ্জ পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একজন মানসিকপ্রতিবন্ধী ছিলেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।